Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
পূজা - বিবিধ,৪৩৮
পূজা
৪৩৮
শূন্য প্রাণ কাঁদে সদা, প্রাণেশ্বর,
দীনবন্ধু, দয়াসিন্ধু,
প্রেমবিন্দু কাতরে করো দান।
কোরো না, সখা, কোরো না
চিরনিষ্ফল এই জীবন।
প্রভু, জনমে মরণে তুমি গতি,
চরণে দাও স্থান।
শূন্য প্রাণ কাঁদে সদা, প্রাণেশ্বর,
দীনবন্ধু, দয়াসিন্ধু,
প্রেমবিন্দু কাতরে করো দান।
কোরো না, সখা, কোরো না
চিরনিষ্ফল এই জীবন।
প্রভু, জনমে মরণে তুমি গতি,
চরণে দাও স্থান।