Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
পূজা - বিবিধ,৪৩৪
পূজা
৪৩৪
ঘোর দুঃখে জাগিনু, ঘনঘোরা যামিনী
একেলা হায় রে–তোমার আশা হারায়ে॥
ভোর হল নিশা, জাগে দশ দিশা–
আছি দ্বারে দাঁড়ায়ে
উদয়পথপানে দুই বাহু বাড়ায়ে॥
ঘোর দুঃখে জাগিনু, ঘনঘোরা যামিনী
একেলা হায় রে–তোমার আশা হারায়ে॥
ভোর হল নিশা, জাগে দশ দিশা–
আছি দ্বারে দাঁড়ায়ে
উদয়পথপানে দুই বাহু বাড়ায়ে॥