Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
    পূজা - বিবিধ,৪২৭
    
    
    পূজা
                    
৪২৭
অমৃতের সাগরে আমি যাব যাব রে,
তৃষ্ণা জ্বলিছে মোর প্রাণে॥
কোথা পথ বলো হে বলো, ব্যথার ব্যথী হে–
কোথা হতে কলধ্বনি আসিছে কানে॥
অমৃতের সাগরে আমি যাব যাব রে,
তৃষ্ণা জ্বলিছে মোর প্রাণে॥
কোথা পথ বলো হে বলো, ব্যথার ব্যথী হে–
কোথা হতে কলধ্বনি আসিছে কানে॥