Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


পূজা - বিবিধ,৪২৪
পূজা
                     ৪২৪

       ডাকিছ কে তুমি তাপিত জনে তাপহরণ স্নেহকোলে॥
               নয়নসলিলে ফুটেছে হাসি,
       ডাক শুনে সবে ছুটে চলে তাপহরণ স্নেহকোলে॥
       ফিরিছে যারা পথে পথে, ভিক্ষা মাগিছে দ্বারে দ্বারে
               শুনেছে তাহারা তব করুণা–
       দুখীজনে তুমি নেবে তুলে তাপহরণ স্নেহকোলে॥