Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


পূজা - বিবিধ,৪১৮
পূজা
                     ৪১৮

          নাথ হে, প্রেমপথে সব বাধা ভাঙিয়া দাও।
          মাঝে কিছু রেখো না, রেখো না–
                 থেকো না, থেকো না দূরে॥
          নির্জনে সজনে অন্তরে বাহিরে
                 নিত্য তোমারে হেরিব॥