Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


পূজা - বিবিধ,৪১৭
পূজা
                     ৪১৭

                  কামনা করি একান্তে
           হউক বরষিত নিখিল বিশ্বে সুখ শান্তি॥
           পাপতাপ হিংসা শোক  পাসরে সকল লোক,
                  সকল প্রাণী পায় কূল
           সেই তব তাপিতশরণ অভয়চরণপ্রান্তে॥