Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


পূজা - বিবিধ,৪১৩
পূজা
                    ৪১৩

        চিরসখা, ছেড়ো না মোরে ছেড়ো না।
        সংসারগহনে নির্ভয়নির্ভর, নির্জনসজনে সঙ্গে রহো॥
        অধনের হও ধন, অনাথের নাথ হও হে, অবলের বল।
        জরাভারাতুরে নবীন করো ওহে সুধাসাগর॥
সুরান্তর [1]

Links:
[1] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D4381.xml