Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


পূজা - বিবিধ,৪০৯
পূজা
                     ৪০৯

          বীণা বাজাও হে মম অন্তরে॥
          সজনে বিজনে, বন্ধু, সুখে দুঃখে বিপদে–
          আনন্দিত তান শুনাও হে মম অন্তরে॥