Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
পূজা - বিবিধ,৪০৯
পূজা
৪০৯
বীণা বাজাও হে মম অন্তরে॥
সজনে বিজনে, বন্ধু, সুখে দুঃখে বিপদে–
আনন্দিত তান শুনাও হে মম অন্তরে॥
বীণা বাজাও হে মম অন্তরে॥
সজনে বিজনে, বন্ধু, সুখে দুঃখে বিপদে–
আনন্দিত তান শুনাও হে মম অন্তরে॥