Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


পূজা - বিশ্ব,৩৭১
পূজা
৩৭১
               শান্তিসমুদ্র তুমি গভীর,
                   অতি অগাধ আনন্দরাশি।
               তোমাতে সব দুঃখ জ্বালা
                   করি নির্বাণ ভুলিব সংসার,
                অসীম সুখসাগরে ডুবে যাব॥