Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


পূজা - বিশ্ব,৩৪৬
পূজা
                     ৩৪৬

         দেওয়া নেওয়া ফিরিয়ে-দেওয়া তোমায় আমায়–
         জনম জনম এই চলেছে, মরণ কভু তারে থামায়?।
   যখন   তোমার গানে আমি জাগি  আকাশে চাই তোমার লাগি,
   আবার  একতারাতে আমার গানে মাটির পানে তোমায় নামায়॥
   ওগো,  তোমার সোনার আলোর ধারা, তার ধারি ধার–
   আমার  কালো মাটির ফুল ফুটিয়ে শোধ করি তার।
   আমার  শরৎরাতের শেফালিবন  সৌরভেতে মাতে যখন
   তখন   পালটা সে তান লাগে তব শ্রাবণ-রাতের প্রেম-বরিষায়॥