Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


পূজা - আনন্দ,৩২৭
পূজা
                     ৩২৭

         নব আনন্দে জাগো আজি নবরবিকিরণে
         শুভ্র সুন্দর প্রীতি-উজ্জ্বল নির্মল জীবনে॥
         উৎসারিত নব জীবননির্ঝর, উচ্ছ্বাসিত আশাগীতি,
         অমৃতপুষ্পগন্ধ বহে আজি এই শান্তিপবনে॥