Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
নৃত্যনাট্য চিত্রাঙ্গদা- ২, ১২
নৃত্যনাট্য চিত্রাঙ্গদা
চিত্রাঙ্গদা। পুরুষের বিদ্যা করেছিনু শিক্ষা
তোমার রণজয়ের অভিযানে
আমায় নিয়ো,
ফুলবাণের টিকা আমার ভালে
এঁকে দিয়ো!
আমার শূন্যতা দাও যদি
সুধায় ভরি
দিব তোমার জয়ধ্বনি
ঘোষণ করি ;
ফাল্গুনের আহ্বান জাগাও
আমার কায়ে
দক্ষিণবায়ে।
মদনের প্রবেশ
মদন। মণিপুরনৃপদুহিতা
তোমারে চিনি,
তাপসিনী।
মোর পূজায় তব ছিল না মন,
তবে কেন অকারণ
মোর দ্বারে এলে তরুণী,
কহো কহো শুনি॥
চিত্রাঙ্গদা। পুরুষের বিদ্যা করেছিনু শিক্ষা
লভি নাই মনোহরণের দীক্ষা —
কুসুমধনু,
অপমানে লাঞ্ছিত তরুণ তনু।
অর্জুন ব্রহ্মচারী
মোর মুখে হেরিল না নারী,
ফিরাইল, গেল ফিরে।
দয়া করো অভাগীরে —
শুধু এক বরষের জন্যে
পুষ্পলাবণ্যে
মোর দেহ পাক্ তব স্বর্গের মূল্য
মর্তে অতুল্য॥