Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


পূজা - উৎসব,৩০৬
পূজা
                    ৩০৬

              হৃদিমন্দিরদ্বারে বাজে সুমঙ্গল শঙ্খ॥
              শত মঙ্গলশিখা করে ভবন আলো,
                    উঠে নির্মল ফুলগন্ধ॥