Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
পূজা - নিঃসংশয়,২৯৬
পূজা
২৯৬
জীবনে যত পূজা হল না সারা
জানি হে জানি তাও হয় নি হারা॥
যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণীতে
যে নদী মরুপথে হারালো ধারা
জানি হে জানি তাও হয় নি হারা॥
জীবনে আজো যাহা রয়েছে পিছে
জানি হে জানি তাও হয় নি মিছে।
আমার অনাগত আমার অনাহত
তোমার বীণাতারে বাজিছে তারা–
জানি হে জানি তাও হয় নি হারা॥
ভিন্নছন্দ [1]
Links:
[1] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D4168.xml