Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
পূজা - জাগরণ,২৮৭
পূজা
২৮৭
শোনো তাঁর সুধাবাণী শুভমুহূর্তে শান্তপ্রাণে–
ছাড়ো ছাড়ো কোলাহল, ছাড়ো রে আপন কথা॥
আকাশে দিবানিশি উথলে সঙ্গীতধ্বনি তাঁহার,
কে শুনে সে মধুবীণারব–
অধীর বিশ্ব শূন্যপথে হল বাহির॥