Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


পূজা - জাগরণ,২৭৬
পূজা

              ২৭৬

             স্বপন যদি ভাঙিলে রজনীপ্রভাতে
             পূর্ণ করো হিয়া মঙ্গলকিরণে॥
               রাখো মোরে তব কাজে,
               নবীন করো এ জীবন হে॥
            খুলি মোর গৃহদ্বার  ডাকো তোমারি ভবনে হে॥