Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


পূজা - দুঃখ,২৩৬
পূজা

               ২৩৬

                জাগো হে রুদ্র, জাগো–
         সুপ্তিজড়িত তিমিরজাল সহে না, সহে না গো॥
           এসো নিরুদ্ধ দ্বারে,     বিমুক্ত করো তারে,
         তনুমনপ্রাণ ধনজনমান, হে মহাভিক্ষু, মাগো॥