 
Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
    পূজা - বিরহ,১৭৩
    
    
    পূজা
১৭৩
           আমার   মন তুমি,  নাথ, লবে হ’রে
             আমি    আছি বসে  সেই আশা ধরে॥
       নীলাকাশে  ওই তারা ভাসে,     নীরব  নিশীথে শশী  হাসে,
       আমার   দু নয়নে  বারি আসে ভরে–  আছি আশা ধরে॥
       স্থলে  জলে তব  ধূলিতলে, তরুলতা  তব ফুলে ফলে,
                 নরনারীদের  প্রেমডোরে,
       নানা  দিকে দিকে  নানা কালে,   নানা  সুরে সুরে  নানা তালে
               নানা  মতে তুমি লবে  মোরে– আছি আশা  ধরে॥