Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
যোগাযোগ-চতুর্থ অঙ্ক-প্রথম দৃশ্য, ৫৫
যোগাযোগ
ফুরালো পরীক্ষার এই পালা,
পার হয়েছি আমি অগ্নিদহনজ্বালা॥
মা গো মা, মা গো মা,
এবার তুমিই জাগো মা,
তোমার কোলে উজাড় করে দেব অপমানের ডালা।
তোমার শ্যামল আঁচলখানি
আমার অঙ্গে দাও মা, টানি,
আমার বুকের থেকে লও খসিয়ে নিঠুর কাঁটার মালা।
মা গো মা॥
কুমুদিনী। তার পরে যখন রাম বললেন, এসো আমার সিংহাসনে এসো, বোসো আমার বামে —
ফুট্কির গান
ফিরে আমায় মিছে ডাক', স্বামী।
সময় হল, বিদায় লব আমি॥
অপমানে যার সাজায় চিতা
সে যে বাহির হয়ে এল অগ্নিজিতা,
রাজাসনের কঠিন অসম্মানে
ধরা দিবে না সে যে মুক্তিকামী।
আমায় মাটি নেবে আঁচল পেতে
বিশ্বজনের চোখের আড়ালেতে,
তুমি থাকো সোনার সীতার অনুগামী।
ফিরে ফিরে আমায় মিছে ডাক' [ স্বামী ]॥
চতুর্থ অঙ্ক
প্রথম দৃশ্য
ঘরে এসেই দাদার পায়ের তলায় মাথা রেখে
কুমুদিনী কাঁদতে লাগল
বিপ্রদাস। কুমু যে, এসেছিস? আয়, এইখানে আয়!