Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
যোগাযোগ-তৃতীয় অঙ্ক-তৃতীয় দৃশ্য, ৪৯
যোগাযোগ
মধুসূদন। ভিক্ষে দিতে চাও? আচ্ছা, কই দেখি তোমার আলোয়ান!
কুমুদিনীর আলোয়ান নিজের গায়ে জড়িয়ে নিলে
মুরলী!
মুরলীর প্রবেশ
মুরলী। হুজুর!
একশো টাকার নোট দিয়া
মধুসূদন। তোমার মা'জি তোমাকে বকশিশ দিয়েছেন।
মুরলী। হুজুর —
মধুসূদন। হুজুর কী রে ব্যাটা! বোকা, নে তোর মায়ের হাত থেকে। এই টাকা দিয়ে যত খুশি গরম কাপড় কিনে নিস। যা! —
মুরলীর প্রস্থান [ও পুনঃপ্রবেশ]
মুরলী। হুজুর, বড়োসাহেবের কাছ থেকে কানু দালাল এসেছে।
তাড়াতাড়ি উঠে
মধুসূদন। আমি যত শীগগির পারি আসছি। ডেকে দিয়ে যাচ্ছি মেজোবউকে।
[প্রস্থান
মোতির মায়ের প্রবেশ
মোতির মা। দিদি!
কুমুদিনী। এসো ভাই, এসো। আমার দাদার টেলিগ্রাম পেয়েছি।
মোতির মা। কেমন আছেন? বড়োঠাকুর এনে দিলেন বুঝি?
কুমুদিনী। ভালোই আছেন।
মোতির মা। আজ মনে হল বড়োঠাকুরের মনটা যেন প্রসন্ন।