Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


পূজা - বন্ধু,৮৩
পূজা
৮৩

 

    যা হবার তা হবে।

    যে আমারে কাঁদায় সে কি অমনি ছেড়ে রবে?।

পথ হতে যে ভুলিয়ে আনে     পথ যে কোথায় সেই তা জানে,

    ঘর যে ছাড়ায় হাত সে বাড়ায়– সেই তো ঘরে লবে॥