Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
আনুষ্ঠানিক, ১০
আনুষ্ঠানিক
১০
সবারে করি আহ্বান–
এসো উৎসুকচিত্ত, এসো আনন্দিত প্রাণ॥
হৃদয় দেহো পাতি, হেথাকার দিবা রাতি
করুক নবজীবনদান॥
আকাশে আকাশে বনে বনে তোমাদের মনে মনে
বিছায়ে বিছায়ে দিবে গান।
সুন্দরের পাদপীঠতলে যেখানে কল্যাণদীপ জ্বলে
সেথা পাবে স্থান॥
সুরান্তর [1]
Links:
[1] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D3714.xml