Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
বাল্মীকিপ্রতিভা (গীতি-নাট্য) -তৃতীয় দৃশ্য, ১২
বাল্মীকিপ্রতিভা
বসি তোর পদতলে কবিবালকেরা যত
শুনি তোর কণ্ঠস্বর শিখিবে সংগীত কত!
এই নে আমার বীণা দিনু তোরে উপহার!
যে গান গাহিতে সাধ ধ্বনিবে ইহার তার!
শুনি তোর কণ্ঠস্বর শিখিবে সংগীত কত!
এই নে আমার বীণা দিনু তোরে উপহার!
যে গান গাহিতে সাধ ধ্বনিবে ইহার তার!