Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
ভগ্নহৃদয় -চতুস্ত্রিংশ সর্গ, ১৩৬
ভগ্নহৃদয়
[চপলাকে] একটি চুম্বন, সখি,—বুঝি প্রাণ যায়,
এই শেষ দেখা এই দুখের ধরায়!
আসিছে আঁধার ঘোর— কবি, কোথা তুমি মোর!
আরো কাছে, আরো কাছে, এসো গো হেথায়!
আজ তবে বিদায়, বিদায়!
স্বামি, প্রভু, কবি, সখা, আবার হইবে দেখা,
আজ তবে বিদায় বিদায়!
আসিছে আঁধার ঘোর— কবি, কোথা তুমি মোর!
আরো কাছে, আরো কাছে, এসো গো হেথায়!
আজ তবে বিদায়, বিদায়!
স্বামি, প্রভু, কবি, সখা, আবার হইবে দেখা,
আজ তবে বিদায় বিদায়!
চতুস্ত্রিংশ সর্গ
শয্যায় শয়ান ললিতা। অনিলের প্রবেশ
ললিতার গান
বায়ু! বায়ু! কি দেখিতে আসিয়াছে হেথা
কৌতুকে আকুল!
আমি একটি জুঁই ফুল!
সারা রাত এ মাথায় প’ড়েছে শিশির—
গনেছি কেবল!
প্রভাতে বড়োই শ্রান্ত ক্লান্ত, হে সমীর,
অতি হীনবলো!
ভাঙ্গা বৃন্তে ভর করি রয়েছি জীবন ধরি
জীবনে উদাস!
ওগো উষার বাতাস!
শ্রান্ত মাথা পড়ে নুয়ে— চাহিয়া রয়েছে ভুঁয়ে
মর’-মর’ একটি জুঁই ফুল!
কাছেতে এস না স’রে— একখানি পড়িবে ঝ’রে
সুকুমার একটি জুঁই ফুল!
ও ফুল গোলাপ নয় সুষমাসুরভিময়,
নহে চাঁপা, নহে গো বকুল!
ও নহে গো মৃণালিনী তপনের আদরিণী,
ও শুধু একটি জুঁই ফুল!
ওরে আসিয়াছ দিতে কি সংবাদ হায়
কৌতুকে আকুল!
আমি একটি জুঁই ফুল!
সারা রাত এ মাথায় প’ড়েছে শিশির—
গনেছি কেবল!
প্রভাতে বড়োই শ্রান্ত ক্লান্ত, হে সমীর,
অতি হীনবলো!
ভাঙ্গা বৃন্তে ভর করি রয়েছি জীবন ধরি
জীবনে উদাস!
ওগো উষার বাতাস!
শ্রান্ত মাথা পড়ে নুয়ে— চাহিয়া রয়েছে ভুঁয়ে
মর’-মর’ একটি জুঁই ফুল!
কাছেতে এস না স’রে— একখানি পড়িবে ঝ’রে
সুকুমার একটি জুঁই ফুল!
ও ফুল গোলাপ নয় সুষমাসুরভিময়,
নহে চাঁপা, নহে গো বকুল!
ও নহে গো মৃণালিনী তপনের আদরিণী,
ও শুধু একটি জুঁই ফুল!
ওরে আসিয়াছ দিতে কি সংবাদ হায়