Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
ভগ্নহৃদয় - দ্বাদশ সর্গ, ৭৭
ভগ্নহৃদয়
হেন কেহ নাই হায়
শুধু ভালোবাসে নালিনী বালারে,
আর কিছু নাহি চায়!
শুধু ভালোবাসে নালিনী বালারে,
আর কিছু নাহি চায়!
অশোকের প্রতি
এই যে অশোক! ওই দেখ সখা
দিবে কি আমারে দিবে কি তুলে
বক্ষ হতে মোর ফুল উড়ে গিয়ে
পড়েছে তোমার চরণমূলে!
যদি সখা ওটি রাখিতে চাও
তোমারি কাছেতে রাখিয়া দাও—
দুদণ্ডেই ওটি যাইবে শুকায়ে,
শুকায়ে গেলেই দিও গো ফেলে!
যতখন ওটি নাহি প’ড়ে ঝ’রে
ততখনো যদি মনে রাখ মোরে
ততখনো যদি না থাক ভুলে,
তা হলেও, সখা, বড়ো ভাগ্য মানি
চিরকাল মনে সে কথা রবে!
যদি, সখা, নাহি লইতে চাও
এখনি ভূতলে ফেলিয়া দাও,
চরণে দলিয়া ফেল গো তবে!
দিবে কি আমারে দিবে কি তুলে
বক্ষ হতে মোর ফুল উড়ে গিয়ে
পড়েছে তোমার চরণমূলে!
যদি সখা ওটি রাখিতে চাও
তোমারি কাছেতে রাখিয়া দাও—
দুদণ্ডেই ওটি যাইবে শুকায়ে,
শুকায়ে গেলেই দিও গো ফেলে!
যতখন ওটি নাহি প’ড়ে ঝ’রে
ততখনো যদি মনে রাখ মোরে
ততখনো যদি না থাক ভুলে,
তা হলেও, সখা, বড়ো ভাগ্য মানি
চিরকাল মনে সে কথা রবে!
যদি, সখা, নাহি লইতে চাও
এখনি ভূতলে ফেলিয়া দাও,
চরণে দলিয়া ফেল গো তবে!
কত শত হেন অভাগা কুসুম
আপনি পড়েছে চরণে আসি,
কত শত লোক চেয়েও দেখে নি,
চরণে দলিয়া গিয়াছে হাসি!
তবে আর কেন, ফেল গো দলিয়া—
কিসের সরম আমার কাছে?
যে কুসুম, সখা, শাখা হতে ঝ’রে
চরণের নীচে পড়ে সাধ ক’রে,
কে না জানে বলো তাহার কপালে
চরণে দলিয়া মরণ আছে!
আপনি পড়েছে চরণে আসি,
কত শত লোক চেয়েও দেখে নি,
চরণে দলিয়া গিয়াছে হাসি!
তবে আর কেন, ফেল গো দলিয়া—
কিসের সরম আমার কাছে?
যে কুসুম, সখা, শাখা হতে ঝ’রে
চরণের নীচে পড়ে সাধ ক’রে,
কে না জানে বলো তাহার কপালে
চরণে দলিয়া মরণ আছে!