Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
ভগ্নহৃদয় - তৃতীয় সর্গ, ২৩
ভগ্নহৃদয়
লীলা। সখি, আবার কিসের সাজ?
সুরুচি। দেখ্, এসেছে হইয়া সাঁঝ।
নলিনী। দেখ্ লো সুরুচি, লীলা ভালো করে
সুরুচি। দেখ্, এসেছে হইয়া সাঁঝ।
নলিনী। দেখ্ লো সুরুচি, লীলা ভালো করে
বাঁধিতে পারে নি চুল—
এই দেখ্ হেথা পরায়ে দিয়াছে
অলকে শুকানো ফুল।
বেণী খুলে চুল বেঁধে দে আবার,
কানে দে পরায়ে দুল।
এই দেখ্ হেথা পরায়ে দিয়াছে
অলকে শুকানো ফুল।
বেণী খুলে চুল বেঁধে দে আবার,
কানে দে পরায়ে দুল।
সুরুচি। না লো সখি, দেখ্, আঁধার হতেছে,
দেরি হয়ে যায় ঢের—
চল্ ত্বরা করে যাই দেখিবারে
ফুলশয্যা অনিলের।
চল্ ত্বরা করে যাই দেখিবারে
ফুলশয্যা অনিলের।
অলকা। এত খনে, সখি, এসেছে সেথায়
যতেক গ্রামের লোক।
দামিনী। [হাসিয়া] এসেছে বিনোদ!
লীলা। [হাসিয়া] এসেছে প্রমোদ!
বিনো। [হাসিয়া] এসেছে সেথা অশোক!
মাধবী। [হাসিয়া] এসেছে বিজয়!
চারু। [চিবুক ধরিয়া] সুরেশ রয়েছে
লীলা। [হাসিয়া] এসেছে প্রমোদ!
বিনো। [হাসিয়া] এসেছে সেথা অশোক!
মাধবী। [হাসিয়া] এসেছে বিজয়!
চারু। [চিবুক ধরিয়া] সুরেশ রয়েছে
পথ চেয়ে তোর তরে!
অলকা। আয় তবে ত্বরা করে!
নলিনী। ভালো, সখি, ভালো, চল্ তবে চল্—
নলিনী। ভালো, সখি, ভালো, চল্ তবে চল্—
জ্বালাস্ নে আর মোরে!
তৃতীয় সর্গ
মুরলা ও অনিল
অনিল। ও হাসি কোথায় তুই শিখেছিলি বোন?
বিষণ্ন অধর দুটি অতি ধীরে ধীরে টুটি
অতি ধীরে ধীরে ফুটে হাসির কিরণ।
অতি ঘন মেঘমালা ভেদি স্তরে স্তরে, বালা,
সায়াহ্ন জলদপ্রান্তে দেয় যথা দেখা
অতি ধীরে ধীরে ফুটে হাসির কিরণ।
অতি ঘন মেঘমালা ভেদি স্তরে স্তরে, বালা,
সায়াহ্ন জলদপ্রান্তে দেয় যথা দেখা