Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
নটীর পূজা - চতুর্থ অঙ্ক, ৩৬
নটীর পূজা
নত্থি মে সরণং অঞঞং বুদ্ধো মে সরণং বরং
এতেন সচ্চবজ্জেন হোতু মে জয়মঙ্গলং।
এতেন সচ্চবজ্জেন হোতু মে জয়মঙ্গলং।
মল্লিকার প্রবেশ
মল্লিকা। মহারাজ এলেন না, ফিরে গেলেন।
লোকেশ্বরী। কেন?
মল্লিকা। সংবাদ শুনে তিনি ভয়ে কম্পিত হয়ে উঠলেন।
লোকেশ্বরী। কাকে তাঁর ভয়?
মল্লিকা। ওই হতপ্রাণ নটীকে।
লোকেশ্বরী। চলো, পালঙ্ক নিয়ে আসি। এর দেহকে সকলে বহন করে নিয়ে যেতে হবে।
[ রত্নাবলী ছাড়া সকলের প্রস্থান
রত্নাবলী। (শ্রীমতীর পাদস্পর্শ করিয়া প্রণাম। জানু পাতিয়া বসিয়া)
বুদ্ধং সরণং গচ্ছামি
ধম্মং সরণং গচ্ছামি
সংঘং সরণং গচ্ছামি।
ধম্মং সরণং গচ্ছামি
সংঘং সরণং গচ্ছামি।