Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
সে - ৫,২৬
সে
গেল না, উলটো হল, পেট চোঁ - চোঁ করতে লাগল। সামনে পেলেন অক্টর্লনি মনুমেণ্ট। নীচে থেকে চাটতে চাটতে চুড়ো পর্যন্ত দিলেন চেটে। বদরুদ্দিন মিঞা সেনেট হলে বসে জুতো সেলাই করছিল, সে হাঁ - হাঁ করে ছুটে এল। বললে, আপনি শাস্ত্রজ্ঞ পণ্ডিত হয়ে এত বড়ো জিনিসটাকে এঁটো করে দিলেন!
মানকচু কিনতে
মানকচু কিনতে