Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
সে - ৪,১৯
সে
লম্বা হাতে বলবার তাৎপর্য কী হল।
মেয়েটি ঢ্যাঙা আছে শুনেছি, তোমার চেয়ে ইঞ্চি দুই - তিন বড়ো হবে। তাই শুনেই তো আমার উৎসাহ।
বলো কী।
একখানা মেয়ে বিয়ে করতে গিয়ে পাওয়া যাবে আধখানা ফাউ।
এ কথাটা আমার মাথায় ওঠে নি।
যা হোক দাদা, সহ - সম্পাদকের কাছে হার মেনে ও হার - মানার একটা কবুলতি দিয়ে দিয়েছে।
কী রকম।
মাছের আঁশের হার গেঁথে ওর গলায় পরিয়েছে, বলেছে যশঃসৌরভ তোমার সঙ্গে সঙ্গে ফিরবে।
আমি লাফ দিয়ে বলে উঠলুম, ধন্য! এবার দেখছি এক আসাধারণের সঙ্গে আর - এক অসাধারণের মিলন হবে, জগতে এমন কদাচিৎ ঘটে। তা হলে আর কেন দিনক্ষণ দেখা।
কিন্তু মেয়েটির পণ, ওকে যে হারাতে পারবে তাকেই ও বিয়ে করবে।
রূপে?
না, কথার মিলে। ঠিকমত যদি মেলাতে পারি তা হলে ও নিজেকে দেবে জলাঞ্জলি।
পারবে তো?
নিশ্চয়।
সে