Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
গান - পরিশিষ্ট ৪ - ৪
পরিশিষ্ট ৪
৬
আঁধার সকলই দেখি তোমারে দেখি না যবে।
ছলনা চাতুরী আসে হৃদয়ে বিষাদবাসে।
তোমারে দেখি না যবে, তোমারে দেখি না যবেৼ।
এসো এসো, প্রেমময়, অমৃতহাসিটি লয়ে॥
এসো মোর কাছে ধীরে এই হৃদয়নিলয়ে॥
ছাড়িব না তোমায় কভু জনমে জনমে আর,।
তোমায় রাখিয়া হৃদে যাইব ভবের পারৼ।
ছলনা চাতুরী আসে হৃদয়ে বিষাদবাসে।
তোমারে দেখি না যবে, তোমারে দেখি না যবেৼ।
এসো এসো, প্রেমময়, অমৃতহাসিটি লয়ে॥
এসো মোর কাছে ধীরে এই হৃদয়নিলয়ে॥
ছাড়িব না তোমায় কভু জনমে জনমে আর,।
তোমায় রাখিয়া হৃদে যাইব ভবের পারৼ।
____