Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
গান - পরিশিষ্ট ২ - ১০
পরিশিষ্ট ২
নির্মম বিচ্ছেদসাধনায়
পাপক্ষালন হোক—
না কোরো মিথ্যা শোক,
দুঃখের তপস্বী রে—
স্মৃতিশৃঙ্খল করো ছিন্ন—
আয় বাহিরে,
আয় বাহিরে।
নেপথ্যে। কঠিন বেদনার তাপস দোঁহে
যাও চিরবিরহের সাধনায়।
ফিরো না, ফিরো না-ভুলো না মোহে।
গভীর বিষাদের শান্তি পাও হৃদয়ে,
জয়ী হও অন্তরবিদ্রোহে।
যাক পিয়াসা,ঘুচাক দুরাশা,
যাক মিলায়ে কামনাকুয়াশা।
  স্বপ্ন-আবেশ-বিহীন পথে
     যাও বাঁধনহারা
  তাপবিহীন মধুর স্মৃতি নীরবে ব’হেৼ
পাপক্ষালন হোক—
না কোরো মিথ্যা শোক,
দুঃখের তপস্বী রে—
স্মৃতিশৃঙ্খল করো ছিন্ন—
আয় বাহিরে,
আয় বাহিরে।
নেপথ্যে। কঠিন বেদনার তাপস দোঁহে
যাও চিরবিরহের সাধনায়।
ফিরো না, ফিরো না-ভুলো না মোহে।
গভীর বিষাদের শান্তি পাও হৃদয়ে,
জয়ী হও অন্তরবিদ্রোহে।
যাক পিয়াসা,ঘুচাক দুরাশা,
যাক মিলায়ে কামনাকুয়াশা।
  স্বপ্ন-আবেশ-বিহীন পথে
     যাও বাঁধনহারা
  তাপবিহীন মধুর স্মৃতি নীরবে ব’হেৼ