Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
গান - পরিশিষ্ট ১ - ১৪
পরিশিষ্ট ১
প্রমদার সখীগণের প্রবেশ
দূর হইতে
সখীগণ। অলি বারবার ফিরে যায়, অলি বারবার ফিরে আসে—
তবে তো ফুল বিকাশে।
প্রথমা। কলি ফুটিতে চাহে,ফোটে না— মরে লাজে,মরে ত্রাসে।
ভুলি মান অপমান দাও মন প্রাণ,নিশিদিন রহো পাশে।
দ্বিতীয়া। ওগো,আশা ছেড়ে তবু আশা রেখে দাও
হৃদয়রতন-আশেৼ
সকলে। ফিরে এসো ফিরে এসো—বন মোহিত ফুলবাসে।
আজি বিরহরজনী,ফুল্ল কুসুম শিশিরসলিলে ভাসেৼ
অমর। ডেকো না আমারে ডেকো না—ডেকো না
চলে যে এসেছে মনে তারে রেখো না।
আমার বেদনা আমি নিয়ে এসেছি,
মূল্য নাহি চাই যে ভালো বেসেছি।
কৃপাকনা দিয়ে আঁখিকোনে ফিরে দেখো না।
আমার দুঃখ-জোয়ারের জলস্রোতে।
নিয়ে যাবে মোরে সব লাঞ্ছনা হতে।
দূরে যাব যবে সরে তখন চিনিবে মোরে—
অবহেলা তব ছলনা দিয়ে ঢেকো নাৼ
অমরের প্রতি
শান্তা। না বুঝে কারে তুমি ভাসালে আঁখিজলে।
ওগো,কে আছে চাহিয়া শূন্যপথপানে—
কাহার জীবনে নাহি সুখ, কাহার পরান জ্বলে।
পড় নি কাহার নয়নের ভাষা,
বোঝ নি মরমের আশা, দেখ নি ফিরে—
কার ব্যকুল প্রাণের সাধ এসেছ দলেৼ
অমর। যে ছিল আমার স্বপনচারিণী
তারে বুঝিতে পারি নি—
দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে।
দূর হইতে
সখীগণ। অলি বারবার ফিরে যায়, অলি বারবার ফিরে আসে—
তবে তো ফুল বিকাশে।
প্রথমা। কলি ফুটিতে চাহে,ফোটে না— মরে লাজে,মরে ত্রাসে।
ভুলি মান অপমান দাও মন প্রাণ,নিশিদিন রহো পাশে।
দ্বিতীয়া। ওগো,আশা ছেড়ে তবু আশা রেখে দাও
হৃদয়রতন-আশেৼ
সকলে। ফিরে এসো ফিরে এসো—বন মোহিত ফুলবাসে।
আজি বিরহরজনী,ফুল্ল কুসুম শিশিরসলিলে ভাসেৼ
অমর। ডেকো না আমারে ডেকো না—ডেকো না
চলে যে এসেছে মনে তারে রেখো না।
আমার বেদনা আমি নিয়ে এসেছি,
মূল্য নাহি চাই যে ভালো বেসেছি।
কৃপাকনা দিয়ে আঁখিকোনে ফিরে দেখো না।
আমার দুঃখ-জোয়ারের জলস্রোতে।
নিয়ে যাবে মোরে সব লাঞ্ছনা হতে।
দূরে যাব যবে সরে তখন চিনিবে মোরে—
অবহেলা তব ছলনা দিয়ে ঢেকো নাৼ
অমরের প্রতি
শান্তা। না বুঝে কারে তুমি ভাসালে আঁখিজলে।
ওগো,কে আছে চাহিয়া শূন্যপথপানে—
কাহার জীবনে নাহি সুখ, কাহার পরান জ্বলে।
পড় নি কাহার নয়নের ভাষা,
বোঝ নি মরমের আশা, দেখ নি ফিরে—
কার ব্যকুল প্রাণের সাধ এসেছ দলেৼ
অমর। যে ছিল আমার স্বপনচারিণী
তারে বুঝিতে পারি নি—
দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে।