Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
গান - পরিশিষ্ট ১ - ১১
পরিশিষ্ট ১
না জানি কোন্ ছলে বসে রয়েছে।
দ্বিতীয়া। সখী,কী হবে—
ও কি কাছে আসবে কভু। কথা কবে?
তৃতীয়া। ও কি প্রেম জানে। ও কি বাঁধন মানে।
ও কি মায়াগুণে মন লয়েছে।
দ্বিতীয়া। বিভল আঁখি তুলে আঁখি-পানে চায়,
যেন কী পথ ভুলে এল কোথায় ওগো।
তৃতীয়া। যেন কী গানের স্বরে শ্রবণ আছে ভ’রে,
যেন কোন্ চাঁদের আলোয় মগ্ন হয়েছেৼ
প্রমদা। সখী,প্রতিদিন হায় এসে ফিরে যায় কে।
তারে আমার মাথার একটি কুসুম দে।
যদি শুধায় কে দিল কোন্ ফুলকাননে—
মোর শপথ,আমার নামটি বলিস নেৼ
সখীগণ। তারে কেমনে ধরিবে,সখী,যদি ধরা দিলে!
প্রথমা। তারে কেমনে কাঁদাবে,যদি আপনি কাঁদিলে!
দ্বিতীয়া। যদি মন পেতে চাও,মন রাখো গোপনে।
তৃতীয়া। কে তারে বাঁধিবে,তুমি আপনায় বাঁধিলেৼ
নিকটে আসিয়া প্রমদার প্রতি
অমর। সকল হৃদয় দিয়ে ভলোবেসেছি যারে
সে কি ফিরাতে পারে সখী!
সংসারবাহিরে থাকি,জানি নে কী ঘটে সংসারে।
কে জানে,হেথায় প্রাণপণে প্রাণ যারে চায়
তারে পায় কি না-পায়—জানি নে।
ভয়ে ভয়ে তাই এসেছি গো অজানা-হৃদয়-দ্বারে।
তোমার সকলই ভালোবাসি— ওই রূপরাশি,
ওই খেলা,ওই গান,ওই মধুহাসি।
ওই দিয়ে আছ ছেয়ে জীবন আমারই—
কোথায় তোমার সীমা ভুবনমাঝারেৼ
সখীগণ। তুমি কে গো,সখীরে কেন জানাও বাসনা।
দ্বিতীয়া। কে জানিতে চায় তুমি ভালোবাস কি ভালোবাস না।
প্রথমা। হাসে চন্দ্র,হাসে সন্ধ্যা,ফুল্প কুঞ্জকানন—
দ্বিতীয়া। সখী,কী হবে—
ও কি কাছে আসবে কভু। কথা কবে?
তৃতীয়া। ও কি প্রেম জানে। ও কি বাঁধন মানে।
ও কি মায়াগুণে মন লয়েছে।
দ্বিতীয়া। বিভল আঁখি তুলে আঁখি-পানে চায়,
যেন কী পথ ভুলে এল কোথায় ওগো।
তৃতীয়া। যেন কী গানের স্বরে শ্রবণ আছে ভ’রে,
যেন কোন্ চাঁদের আলোয় মগ্ন হয়েছেৼ
প্রমদা। সখী,প্রতিদিন হায় এসে ফিরে যায় কে।
তারে আমার মাথার একটি কুসুম দে।
যদি শুধায় কে দিল কোন্ ফুলকাননে—
মোর শপথ,আমার নামটি বলিস নেৼ
সখীগণ। তারে কেমনে ধরিবে,সখী,যদি ধরা দিলে!
প্রথমা। তারে কেমনে কাঁদাবে,যদি আপনি কাঁদিলে!
দ্বিতীয়া। যদি মন পেতে চাও,মন রাখো গোপনে।
তৃতীয়া। কে তারে বাঁধিবে,তুমি আপনায় বাঁধিলেৼ
নিকটে আসিয়া প্রমদার প্রতি
অমর। সকল হৃদয় দিয়ে ভলোবেসেছি যারে
সে কি ফিরাতে পারে সখী!
সংসারবাহিরে থাকি,জানি নে কী ঘটে সংসারে।
কে জানে,হেথায় প্রাণপণে প্রাণ যারে চায়
তারে পায় কি না-পায়—জানি নে।
ভয়ে ভয়ে তাই এসেছি গো অজানা-হৃদয়-দ্বারে।
তোমার সকলই ভালোবাসি— ওই রূপরাশি,
ওই খেলা,ওই গান,ওই মধুহাসি।
ওই দিয়ে আছ ছেয়ে জীবন আমারই—
কোথায় তোমার সীমা ভুবনমাঝারেৼ
সখীগণ। তুমি কে গো,সখীরে কেন জানাও বাসনা।
দ্বিতীয়া। কে জানিতে চায় তুমি ভালোবাস কি ভালোবাস না।
প্রথমা। হাসে চন্দ্র,হাসে সন্ধ্যা,ফুল্প কুঞ্জকানন—