Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
গান - পরিশিষ্ট ১ - ৯
পরিশিষ্ট ১
প্রথমা।
লাজে মরি,কী মনে করে পাছে।
প্রমদা। যা তোরা যা সখী,যা শুধা গে—
ওই আকুল অধর আঁখি কী ধন যাচেৼ
অমরের প্রতি
সখীগণ। ওগো,দেখি, আঁখি তুলে চাও—
তোমার চোখে কেন ঘুমঘোর।
অমর। আমি কী যেন করেছি পান,কোন্ মদিরারস-ভোর।
আমার চোখে তাই ঘুমঘোর।
সখীগণ। ছি ছি ছি।
অমর। সখী, ক্ষতি কী।
এ ভবে কেহ জ্ঞানী অতি কেহ ভোলা-মন,
কেহ সচেতন কেহ অচেতন,
কাহারো নয়নে হাসির কিরণ কাহারো নয়নে লোর—
আমার চোখে শুধু ঘুমঘোর।
সখীগণ। সখা, কেন গো অচলপ্রায় হেথা দাঁড়ায়ে তরুছায়া।
অমর। অবশ হৃদয়ভারে চরণ চলিতে নাহি চায়,
তাই দাঁড়ায়ে তরুছায়।
সখীগণ। ছি ছি ছি।
অমর। সখী,ক্ষতি কী।
এভাবে কেহ পড়ে থাকে কেহ চলে যায়,
কেহ বা আলসে চলিতে না চায়,
কেহ বা আপনি স্বাধীন কাহারো চরণে পড়েছে ডোর—
কাহারো নয়নে লেগেছে ঘোরৼ
সখীগণ। ওকে বোঝা গেল না—চলে আয়,চলে আয়।
ও কী কথা-যে বলে সখী, কী চোখে যে চায়।
চলে আয়,চলে আয়।
লাজ টুটে শেষে মরি লাজে মিছে কাজে।
ধরা দিবে না যে,বলো,কে পারে তায়।
আপনি সে জানে তার মন কোথায়!
চলে আয়, চলে আয়ৼ
[প্রস্থান
প্রমদা। যা তোরা যা সখী,যা শুধা গে—
ওই আকুল অধর আঁখি কী ধন যাচেৼ
অমরের প্রতি
সখীগণ। ওগো,দেখি, আঁখি তুলে চাও—
তোমার চোখে কেন ঘুমঘোর।
অমর। আমি কী যেন করেছি পান,কোন্ মদিরারস-ভোর।
আমার চোখে তাই ঘুমঘোর।
সখীগণ। ছি ছি ছি।
অমর। সখী, ক্ষতি কী।
এ ভবে কেহ জ্ঞানী অতি কেহ ভোলা-মন,
কেহ সচেতন কেহ অচেতন,
কাহারো নয়নে হাসির কিরণ কাহারো নয়নে লোর—
আমার চোখে শুধু ঘুমঘোর।
সখীগণ। সখা, কেন গো অচলপ্রায় হেথা দাঁড়ায়ে তরুছায়া।
অমর। অবশ হৃদয়ভারে চরণ চলিতে নাহি চায়,
তাই দাঁড়ায়ে তরুছায়।
সখীগণ। ছি ছি ছি।
অমর। সখী,ক্ষতি কী।
এভাবে কেহ পড়ে থাকে কেহ চলে যায়,
কেহ বা আলসে চলিতে না চায়,
কেহ বা আপনি স্বাধীন কাহারো চরণে পড়েছে ডোর—
কাহারো নয়নে লেগেছে ঘোরৼ
সখীগণ। ওকে বোঝা গেল না—চলে আয়,চলে আয়।
ও কী কথা-যে বলে সখী, কী চোখে যে চায়।
চলে আয়,চলে আয়।
লাজ টুটে শেষে মরি লাজে মিছে কাজে।
ধরা দিবে না যে,বলো,কে পারে তায়।
আপনি সে জানে তার মন কোথায়!
চলে আয়, চলে আয়ৼ
[প্রস্থান