Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
শৈশবসঙ্গীত - পথিক -১১
শৈশবসঙ্গীত
চল ত্বরা ক’রে যাই।”
“ও পথে যাব না, মিছা সব আশা
হইব উত্তরগামী।”
“দক্ষিণে যাইব।” “পশ্চিমে যাইব”
“পুরবে যাইব আমি।”
“যে যাইবে যাও, যে আসিবে এস,
চল ত্বরা ক’রে যাই।
দিন যায় চঞ্চলে, সন্ধ্যা হ’ল ব’লে,
অধিক সময় নাই।”
—
যেও না ফেলিয়া মোরে, যেও নাকো আর—
মুহূর্ত্তের তরে হোথা বসি একবার।
ছায়া নাই, জল নাই, সীমা দেখিতে না পাই,
যেও না, বড়ই শ্রান্ত এ দেহ আমার।
“চলিলাম তবে, দিন যায় যায়,
হইনু উত্তরগামী।”
“দক্ষিণে চলিনু।” “পশ্চিমে চলিনু।”
“পুরবে চলিনু আমি।”
“যে থাকিবে থাক, যে আসিবে এস,
মোরা ত্বরা করে যাই।
দিন যায় চঞ্চলে, সন্ধ্যা হ’ল ব’লে,
অধিক সময় নাই।”
—
হাসিতে হাসিতে প্রাতে আইনু সবার সাথে,
সায়াহ্নে সকলে তেয়াগিল
দক্ষিণে কেহ বা যায়, পশ্চিমে কেহ বা যায়,
কেহ বা উত্তরে চলি গেল।
চৌদিকে অসীম মরু, নাই তৃণ, নাই তরু,
“ও পথে যাব না, মিছা সব আশা
হইব উত্তরগামী।”
“দক্ষিণে যাইব।” “পশ্চিমে যাইব”
“পুরবে যাইব আমি।”
“যে যাইবে যাও, যে আসিবে এস,
চল ত্বরা ক’রে যাই।
দিন যায় চঞ্চলে, সন্ধ্যা হ’ল ব’লে,
অধিক সময় নাই।”
—
যেও না ফেলিয়া মোরে, যেও নাকো আর—
মুহূর্ত্তের তরে হোথা বসি একবার।
ছায়া নাই, জল নাই, সীমা দেখিতে না পাই,
যেও না, বড়ই শ্রান্ত এ দেহ আমার।
“চলিলাম তবে, দিন যায় যায়,
হইনু উত্তরগামী।”
“দক্ষিণে চলিনু।” “পশ্চিমে চলিনু।”
“পুরবে চলিনু আমি।”
“যে থাকিবে থাক, যে আসিবে এস,
মোরা ত্বরা করে যাই।
দিন যায় চঞ্চলে, সন্ধ্যা হ’ল ব’লে,
অধিক সময় নাই।”
—
হাসিতে হাসিতে প্রাতে আইনু সবার সাথে,
সায়াহ্নে সকলে তেয়াগিল
দক্ষিণে কেহ বা যায়, পশ্চিমে কেহ বা যায়,
কেহ বা উত্তরে চলি গেল।
চৌদিকে অসীম মরু, নাই তৃণ, নাই তরু,