![](/themes/rabindra/logo.png)
টকা (টকিয়া যাওয়া) টলা টপ্কানো টহলানো টস্কানো টানা টাকা টেপা টোকা টুটা টেঁকা টোয়ানো (টুইয়ে দেওয়া) টিকনো টোপানো (বিন্দু বিন্দু করিয়া পড়া) টাটানো (ব্যথা করা) টাউরানো (শীতে শরীর টাউরে যাওয়া, অবশ হওয়া) টোকা (note করা)।
ঠকা ঠাসা ঠাওরানো ঠেকা ঠেলা ঠেসা ঠেঙানো ঠোকা ঠোকরানো ঠোসা।
ডলা ডরানো ডাকা ডোক্রানো ডোবা ডিঙনো ডালানো (গাছের ডাল কাটিয়া দেওয়া)।
ঢাকা ঢালা ঢিলোনো ঢ্যালানো ঢিপোনো ঢিকোনো ঢোকা ঢোলা ঢোঁসানো ঢুকোনো ঢ্যাকানো (ধাক্কা দেওয়া) ঢল্কানো (কোনো তরল পদার্থ ঢালিয়া ফেলা এবং তাহাকে কোনো একটি নির্দিষ্ট দিকে লইয়া যাওয়া)।
তরা (তরে যাওয়া) তলানো তড়বড়ানো তাকানো তাড়ানো তাংড়ানো তাসানো তোব্ড়ানো তোলা তোড়া (তুড়ে দেওয়া) তোত্লানো তাতানো (উত্তপ্ত করা)।
থতা (থতিয়া যাওয়া) থাকা থামা থম্কানো থাব্ড়ানো থোড়া (থুড়িয়ে দেওয়া) থিতোনো থোয়া থেঁত্লানো থাড়ানো (to make erect) থেব্ড়ানো (কোমল পদার্থে চাপ দিয়া চেপটা করা)।
দমানো (বলপ্রয়োগে নত করা) দাঁড়ানো দাঁতানো (দাঁত বহির্গমন হওয়া) দাপানো (হস্তপদাদি আস্ফালন করা) দাব্ড়ানো দাবানো (দমানো) দোলানো দেওয়া দেখা দোষানো (দোষ প্রদর্শন) দৌড়ানো দড়বাড়ানো দপ্দপানো দোয়ানো (দোহন করা)দোম্ড়ানো।
ধরা ধসা ধাওয়া ধোয়া ধোয়ানো ধোনা (তুলা ধোনা, অর্থাৎ তাহার আঁশগুলা পরস্পর বিচ্ছিন্ন করা)।
নড়া নাচা নাড়া নাওয়া নাবা বা নামা নাদা নেতানো (নেতিয়ে পড়া) নেলানো নেংড়ানো নিড়োনো নিকোনো নোওয়া নিছোনো নিবোনো নেবা নেটানো (ছেঁচ্ড়ে লইয়া যাওয়া ; সংস্পর্শে আনা) নলানো (খেঁজুরগাছ হতে রস গ্রহণজন্য গাছে নল সংযুক্ত করা)।
পচা পটানো পড়া পঢ়া (পাঠ-কৃ) পরা পালানো পশা পাকা পাকানো পাওয়া পাঠানো পাড়া পানানো (গোরু পানিয়ে যাওয়া) পেঁচানো পোঁচানো পোঁছা পোড়া পোঁতা পোওয়ানো পোরা পোষা পেশা (পুঁজিয়ে বা পূরণ করিয়া পুজান দেওয়া) পেটানো পিছনো পিটোনো পিল্কানো পাক্ড়ানো পট্কানো পারা পাশানো (পাশ দেওয়া তাস-খেলায়) পেঁজা বা পিঁজা (তুলা প্রভৃতির আঁশ পৃথক করা) পিচ্লানো পিট্পিটানো (চক্ষু পিটপিট করা)।