Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
পরিশিষ্ট-বিশেষ বিজ্ঞাপন/ত্রৈমাসিক সাধনা,১
বিশেষ বিজ্ঞাপন
ত্রৈমাসিক সাধনা
ত্রৈমাসিক সাধনা
আগামী অগ্রহায়ণ মাস হইতে সাধনা ত্রৈমাসিকপত্ররূপে প্রকাশিত হইতে থাকিবে। বর্তমান ত্রিসংখ্যক সাধনা হইতে গ্রাহকগণ ত্রৈমাসিক সাধনার আকার আয়তন কতকটা বুঝিতে পারিবেন। যাহাতে ত্রৈমাসিক পত্রিকাখানি বর্তমান সাধনা অপেক্ষা উৎকর্ষ লাভ করে তৎপক্ষে আমাদের চেষ্টার ত্রুটি থাকিবে না। গ্রাহকগণ অনুগ্রহকপূর্বক অগ্রিম মূল্য তিন টাকা পাঠাইয়া আমাদিগকে বাধিত করিবেন। প্রথম সংখ্যা প্রকাশিত হইবার একমাস মধ্যে যাঁহারা সাধনার মূল্য না দিবেন তাঁহাদিগকে নগদ ক্রেতাস্বরূপে গণ্য করা যাইবে। ত্রৈমাসিক সাধনার প্রতিখন্ডের নগদ মূল্য এক টাকা।
৬নং দ্বারকানাথ ঠাকুরের গলি শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর
 যোড়াসঁকো সম্পাদক
১৫ ভাদ্র ১৩০২ শ্রীবলন্দ্রনাথ ঠাকুর
কার্যাধ্যক্ষ