Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
ব্যক্তিপ্রসঙ্গ-১
ব্যক্তিপ্রসঙ্গ
১
জগদীশচন্দ্র বসু
জয় হোক তব জয়!
স্বদেশের গলে দাও তুমি তুলে
যশোমালা তুমি অক্ষয়!
বহুদিন হতে ভারতের বাণী
আছিল নীরবে অপমান মানি
তুমি তারে আজি জাগায়ে তুলিয়া
রটালে বিশ্বময়।
জ্ঞানমন্দিরে জ্বালায়েছ তুমি
যে নব আলোকশিখা,
তোমার সকল ভ্রাতার ললাটে
দিল উজ্জ্বল টিকা।
অবারিত গতি তব জয়রথ
ফিরে যেন আজি সকল জগৎ।
দুঃখ দীনতা যা আছে মোদের
তোমারে বাঁধি না রয়।
২
জগদীশচন্দ্র বসু
সত্যের মন্দিরে তুমি যে দীপ জ্বালিলে অনির্বাণ
তোমার দেবতা সাথে তোমারে করিল দীপ্যমান।