মুদিয়া নয়ন রহিল মদন
*
ঘুমঘোরে কাম নড়িল যেমন,
মধুমাছি-দেহে বাজিল চরণস
রাগভরে মাছি সবলে তখন
ফুটাইল কাম-চরণে হুল।
অধীর হইয়া বিষের জ্বালায়
উঠি রতিপতি ছুটিয়া পালায়
প্রিয়তমা রতি বসিয়া যথায়
গাঁথিতে ছিলেন মালতী ফুল।
‘অয়ি প্রিয়তমে!’ কহিল রতিরে
‘রতিনাথ, প্রাণ যায় যে আচিরে
কেন শুইলাম বিছাইয়া ফুল
তাই মধুমাছি ফুটাইল হুল
কী হবে কী করি প্রাণ যে যায়!’
*
কহে কামে রতি নিকটে আসিয়া,
‘ছোটো মধুমাছি দিয়েছে বিঁধিয়ে
*
তাই তুমি, নাথ! হইলে কাতর
ভালো, বলো দেখি দাসীর গোচর
কতই জ্বলিবে তাহার অন্তর,
পঞ্চশর তুমি বিঁধিবে যায়?’
Flow on thou shining river;
But ere thou reach the sea,
Seek Ell’s bower and give her
The wreath I fling over thee etc.
MOORE
প্রবাহি চলয়া যাও অয়ি লো তটিনি!
কিছু দূরে গিয়ে, পরে দেখিব নয়নে;
তব তটে বসি মম সুচারু হাসিনী
নব বিবাহিতা বালা আনত আননে!