
ইংরাজি করো –
টুপিগুলির একটিও ছিদ্র নাই।
চাকগুলির একটিও মৌমাছি নাই।
গাছগুলির একটিও কাঁটা নাই।
গোলাবাড়ির একটিও গরু নাই।
বাসায় একটিও কাক নাই।
বালকদের একটিও গোলা নাই।
ভাইদের একটিও ঘোড়া নাই।
খুড়াদের একটিও গোলাবাড়ি নাই।
ডাক্তারদের একটিও বোতল নাই।
বাক্যগুলির প্রত্যেক বিশেষ্য পদের সহিত একটি করিয়া উপযুক্ত বিশেষণ যোজনা করিয়া ইংরাজি করো –
স্কুলের বালকদের একটি ডেস্ক আছে।
সহরের ডাক্তারদের একটি দোকান আছে।
রাজার পার্কগুলির একটি গেট ( gate ) আছে।
লোকটির ভাইদের একটি পাচক আছে।
ঘরের দেয়ালগুলির একটি ছাদ আছে।
পাহাড়ের রাজার একটি মুকুট আছে।
রাণীর সহিসদের একটি নৌকা আছে।
স্কুলের বালকদের একটি ডেস্ক ঘরে আছে।
সহরের ডাক্তারদের একটি দোকান পাহাড়ের উপরে আছে।
রাজার পার্কগুলির একটি গেট সহরে আছে।
লোকটির ভাইদের একটি পাচক বাড়িতে আছে।
পাহাড়ের রাজার একটি মুকুট ব্যাগে আছে।
রাণীর সহিসদের একটি নৌকা পুকুরে আছে।
রাজার পাচকদের বিড়ালটি প্রাচীরের উপরে আছে।
ডেস্ক প্রভৃতি শব্দ বহুবচন করিয়া তর্জমা কর।
Who have a desk in the room?