Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
শিক্ষকদের প্রতি নিবেদন - ২
শিক্ষকদের প্রতি নিবেদন
come. Hari, go back! অন্যের প্রতি, Did Hari come to me? Yes, Hari came to you. Has he gone back? Yes, he has gone back.
গ্রন্থের যে অংশে ট্রেনে চড়া, স্নান, আহার প্রভৃতি বর্ণনা-সূচক বাক্য আছে সেখানে ছেলেরা যথোচিত অভিনয় করিয়া সেই বাক্যগুলি উচ্চারণ করিবে।
দ্রব্যপরিচয় ও তাহার ইংরেজি নাম শিখাইবার জন্য নানাবিধ সামগ্রী ক্লাসে প্রস্তুত রাখা উচিত।
শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর
শান্তিনিকেতন