Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
প্রথম ভাগ-৩
প্রথম ভাগ
৪
এ পর্যন্ত যতগুলি বিশেষণ শব্দ পাইয়াছে,তাহার সহিত এই বিশেষ্যগুলি যোজনা করিবে। কথাগুলি বাংলা অর্থ-সহিত বোর্ডে লেখা থাকিবে।
The girl | the bird | the book |
the food | the desk | the goat |
the hand | the head | the lamb |
the boat | the nose | the ear |
ইংরাজি করো–
লম্বা শক্ত কলম। | নিচু পুরানো ডেস্ক। |
বড়ো চ্যাপ্টা নাক। | কুশ্রী খোঁড়া কুকুর। |
কোমল গরম হাত। | ধনী দয়ালু মেয়ে। |
বড়ো বুনো ছাগল। | পাতলা লম্বা কান। |
ভালো নূতন নৌকা। | গরম শুক্নো খাবার। |
পোষা বুড়ো পাখী। | খোঁড়া মোটা মেষশিশু। |
বাংলা করো–
The thin old man. | The soft warm cat. |
The red hot sun. | The lame old cow. |
The wet cold bed. | The hot dry head. |
The new red boat. | The ugly old ass. |
The big fat goat. | The old bad pen. |
৫
The man is big. | The dog is mad. |
The cat is red. | The boy is bad. |
The pen is new. | The cow is fat. |
The ink is dry. | The sun is hot. |
The bed is low. | The mat is wet. |