The man মানুষ big বড়ো
The boy ছেলে mad পাগল
The cat বিড়াল red লাল
The dog কুকুর bad খারাপ
The pen কলম new নূতন
The cow গাভী fat মোটা
উল্লিখিত শব্দগুলি ও তাহার অর্থ শিক্ষক ছাত্রকে কণ্ঠস্থ করাইয়া দিবেন। বাংলা শব্দটি বলিয়া তাহার ইংরাজি প্রতিশব্দ, ইংরাজি শব্দটি বলিয়া তাহার বাংলা প্রতিশব্দ বলাইয়া লইবেন। ক্রমশঃ পাঠগৃহস্থিত বা তন্নিকটবর্ত্তী কোনও কোনও বস্তুর ইংরাজি নাম বলিয়া দিবেন এবং সেই বস্তুটি নির্দেশ করিয়া তাহার ইংরাজি নাম বলাইয়া লইবেন। শিক্ষক দেখিবেন যে, ছাত্র ইংরাজি নাম বলিবার সময় the কথাটি যথাস্থানে প্রয়োগ করে, যথা the book, the ball ইত্যাদি।
শিক্ষক নিম্নলিখিত প্রকারে বিশেষ্য বিশেষণ সংযুক্ত করিয়া তাহার অর্থ বলাইয়া লইবেন। বিশেষ্য ও বিশেষণ কাহাকে বলে উদাহরণ দিয়া বুঝাইয়া দিবেন। ইংরাজিতে বিশেষণ যে the বিশেষ্যটির মাঝখানে থাকে তাহা দেখাইয়া দিবেন।
The big man.
The mad dog.
The red cat.
The bad boy.
The new pen.
The fat cow.
ইংরাজি করো –
নূতন মানুষ। | বড়ো কলম। | পাগল ছেলে। |
খারাপ কুকুর। | মোটা বিড়াল। | লাল গাভী। |
পাগল মানুষ। | লাল কুকুর। | বড়ো গাভী। |
খারাপ কলম। | মোটা ছেলে। | নূতন বিড়াল। |
লাল কলম। | মোটা মানুষ। | বড়ো কুকুর। |
নূতন ছেলে। | পাগল গাভী। | খারাপ বিড়াল। |