Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
স্ফুলিঙ্গ,২২
স্ফুলিঙ্গ
৭০
লেখা যদি চাও এখনি
লিখে দেবে মোর লেখনী।
সে - লেখা কিন্তু শুধু মসীরেখা
সে - কথা কি আজো শেখো নি?
খেয়াল ঢুকেছে মাথাতে
ভরে নেবে কিছু খাতাতে,
কতক্ষণ হায়
ধরে রাখা যায়—
শিশির পদ্মপাতাতে।
৭১
শান্তা, তুমি শান্তিনাশের ভয় দেখালে মোরে,
সই - করা নাম করবে আদায় ঝগড়া করার জোরে?
এই তো দেখি বঁটি হাতে শিউলিতলায় যাওয়া
আপনি যে ফুল ঝরিয়ে দিল শরৎপ্রাতের হাওয়া।
৭২
সংগীতের বাণীপথে
ছন্দে গাঁথা তব নমস্কৃতি—
জাগালো অন্তরে মোর
প্রেমরসে অভিষিক্ত গীতি।
বসন্তে কোকিল গাহে
অলক্ষিত কোন্ তরুশাখে—
দূর অরণ্যের পিক
সেই সুরে তারে ফিরে ডাকে।
৭৩
সায়াহ্নে রবির কর পড়িল গগন নীলিমায়
মহীরে আশিসবাণী লিখি দিল ললাটসীমায়।