Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
স্ফুলিঙ্গ,৫
স্ফুলিঙ্গ
১৩
পরিণয় বার্ষিকী
শ্রীমতী রানী ও শ্রীমান প্রশান্ত
মিলনের রথ চলে জীবনের
পথে দিনেরাতে
বৎসরে বৎসরে আসে কালের
নূতন সীমানাতে,
চিরযাত্রী ঋতু যথা বসন্তের
আনন্দ মন্দিরে
ফাল্গুনে ফাল্গুনে আনে মাধুরীর
অর্ঘ্য ফিরে ফিরে॥
১৪
ওঁ
শান্তিনিকেতন
রাণী ও প্রশান্ত
বর্ষ পরে বর্ষ গেছে চ ' লে
ছন্দ গাঁথিয়াছি আমি তোমাদের মিলনমঙ্গলে।
এবার দিনের অন্তে বিরল ভাষার আশীর্বাণী
রবির স্নেহের স্পর্শ আনি
পশ্চিমের ক্লান্ত রশ্মি হতে
যোগ দিল তোমাদের আনন্দিত গৃহের আলোতে।
কবি
১৫
অন্তরে মিলনপুষ্প
সৌন্দর্যে ফুটুক,
সংসারে কল্যাণ ফলে
ফলিয়া উঠুক।