Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
স্ফুলিঙ্গ,৩
স্ফুলিঙ্গ
৭
হে মহা ধীমান
বিশ্বের অন্তরে
তব স্থান।
তব চিত্রপটে
বিশ্বের প্রাণের
কথা রটে।
৮
একদিন অতিথির প্রায়
এসেছিলে ঘরে,
আজ তুমি যাবার বেলায়
এসেছ অন্তরে।
৯
শ্রীমতী অরুন্ধতী দেবী কল্যাণীয়াসু
তোমাদের
মিলন হউক ধ্রুব,
জীবন শোভন শুভ,
ভুবন আনন্দ সুধাময়,
লাভ করো নিত্য নিত্য
পুণ্য অমৃতের বিত্ত
হোক্ সত্য সুন্দরের জয়।
১০
প্রশান্ত, রাণী
তোমাদের এই মিলন - বসন্তে