Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
কালমৃগয়া - ষষ্ঠ দৃশ্য, ১৭
কালমৃগয়া
কাহার তরে আর ফুটিবে ফুল,
মাধবী মালতী কেঁদে আকুল।
সেই যে আসিত তুলিতে জল,
সেই যে আসিত পাড়িতে ফল,
ও সে আর আসিবে না– কোথা সে হায়॥ স্বরলিপি [1]
যবনিকাপতন
Links:
[1] https://rabindra-rachanabali.nltr.org/16053%3Fgaan%3D29_39.xml