Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


অনুবাদ কবিতা - ভুজ-পাশ-বদ্ধ অ্যান্টনি , ৩
অনুবাদ কবিতা

বুঝি হায় সে আশাও পুরিবে না কোনো কালে

রোমীয় মৃত্যুও বুঝি ঘটিবে না এ কপালে!

          রোমীয় সমাধি চাই

          তাও বুঝি ভাগ্যে নাই,

ওই বুকে মরে যাব, বুঝি মরণের কালে!

 

Robert Buchanan