Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
অনুবাদ কবিতা - বলো গো বালা, আমারি তুমি, ২
অনুবাদ কবিতা
কত না সুখ-দান।
ভবন তাঁর স্বরগ- ‘ পরে,
যেথায় তাঁর চরণ পড়ে
ধরার মাঝে স্বরগ শোভা
ধরে, গো, সেইখান!
Thomas Moore
Moore ' s Irish Melodies