![](/themes/rabindra/logo.png)
৩৪
পরকীয়া নায়িকা ও নায়ক সঁ প্রত্যুত্তর
সুন্দরি হে তোঁ সুবুধি সেআনি।
মরী পিআস পিআবহু পানি॥
কে তোঁ থিকাহ ককর কুল জানি।
বিনু পরিচয় নহিঁ দেব পিঢ়ি পানী॥
থিকহুঁ পথুকজন রাজ কুমার।
ধনিক বিওগে ভরমি সংসার॥
আবহ বৈসহ পিব লহ পানি।
জে তোঁ খোজবহ সে দেব আনি॥
সসুর ভৈঁসুর মোর গেলাহ বিদেস।
স্বামিনাথ গেল ছথি তনিক উদেস॥
সাসু ঘর আন্হরি নৈন নহিঁ সূঝ।
বালক মোর বচন নহিঁ বূঝ॥ ৮০
‘ পিয়াসে মরিতেছি আ [ মাকে ] জল খাওয়াও। '
কে তুমি? কাহার কুল?
বিনা পরিচয়ে পিঁ [ ড়ি . . .] দিই না।
‘ আমি পথিক রাজকুমার,
ধনীর বিয়োগে সংসার ভ্রমিতেছি। '
তবে বোসো, জল খাওয়াচ্ছি —
যা [ খোঁজ? ] তাই এনে দিচ্ছি।
শ্বশুর ভাসুর মোর গেল বিদেশ,
স্বামী গেল [ তাদের উদ্দেশ?],
ঘরে অন্ধ শাশুড়ি চোখে দেখে না —
ছেলে আমার কথা বোঝে না। ৮০
৩৫
মৈনা কৃত শিব বর্ণন
ঘর ঘর ভরমী জনম নিত